জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক
MostPlay

জয়পুরহাটে র‍্যাব-৫, সিপিসি-৩, এর বিশেষ অভিযানে ১০২ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারী এক যুবক আটক।

জয়পুরহাট জেলা সদর উপজেলার মেসার্স উত্তরা ফিলিং স্টেশন এবং জয়পুরহাট সড়ক ভবনের সামনে জয়পুরহাট হতে আক্কেলপুর গামী পাকা সড়কের উপর অভিযান পরিচালনা ফেন্সিডিল সহ মোঃ ফরিদ (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেন র‍্যাব।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদককে জানানো হয়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে রবিবার ৩১ শে জুলাই দুপুর পৌনে ১ টার দিকে অভিযান পরিচালনা করে নওগাঁর ধামইরহাট উপজেলার বাদান চাঁনপুর গ্রামের মৃত তসলিম সরকারের ছেলে “মাদক কারবারী” মোঃ ফরিদকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যাক্তি দীর্ঘদিন যাবৎ নেশা-জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন।এব্যাপারে জয়পুরহাট জেলা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password