নওগাঁর পত্নীতলায় রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ

নওগাঁর পত্নীতলায় রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীর আর্থিক সহায়তার আওতায় প্রধান মন্ত্রীর তহবিল হতে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছ।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে পত্নীতলা উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ইউএনও লিটন সরকারের সভাপতিত্বে ছয়টি দূরারোগ‍্য ব‍্যাধীতে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করেন স্থানীয় সাংসদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সুলতান আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু, কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন প্রমূখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ২৫ জন অসহায় রোগীর প্রত‍্যেককে ৫০ হাজার টাকা করে মেট ১২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দেয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password