মঙ্গলগ্রহের মিললো পানি

মঙ্গলগ্রহের মিললো পানি
MostPlay

মঙ্গলগ্রহে উল্লেখযোগ্য পরিমাণ পানি পাওয়া গেছে বলে দাবি করেছে ইউরোপীয়ান স্পেস এজেন্সি। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) একথা জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় স্পেস এজেন্সি এবং রোসকসমসের মধ্যে যৌথ মিশন হিসাবে ২০১৬ সালে চালু হয়েছিল এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার।

এটিই মঙ্গল গ্রহে ভ্যালেস মেরিনারিসে পানি শনাক্ত করেছে। এই অঞ্চলটি অনেকটা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের মতো। এই ক্যানিয়ন সিস্টেমটি গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে ১০ গুণ দীর্ঘ, পাঁচ গুণ গভীর এবং ২০ গুণ প্রশস্ত। ক্যানিয়নের পৃষ্ঠের ঠিক নিচেই পানি পাওয়া গেছে। এছাড়া, মঙ্গলের বেশির ভাগ পানি গ্রহটির মেরু অঞ্চলে অবস্থিত। তা বরফ হিসেবে জমে রয়েছে। ভ্যালেস মেরিনারিস অঞ্চলটি গ্রহটির বিষুবরেখার ঠিক দক্ষিণে, যেখানে তাপমাত্রা সাধারণত পানিকে বরফে পরিণত করার জন্য যথেষ্ট ঠান্ডা হয় না।

মন্তব্যসমূহ (০)


Lost Password