শিবপুর হানাদারমুক্ত দিবস উদযাপন

শিবপুর হানাদারমুক্ত দিবস উদযাপন
MostPlay

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশীদ খান।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তাজুল ইসলাম খান ঝিনুক ও আজিজুর রহমান খান ভুলু মাস্টার, সাবেক ডেপুটি কমান্ডার আঃ মোতালিব খান, বীর মুক্তিযোদ্ধা এ. কে নাসিম আহমেদ হিরন, বেলায়েত হোসেন ভূইঁয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক বিপ্লব চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় শিবপুর। ফলে এ দিনটিকে মুক্তিযোদ্ধারা শিবপুর মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password