বিশ্বকাপ বাছাইপর্বে আজ মধ্যরাতে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া

বিশ্বকাপ বাছাইপর্বে আজ মধ্যরাতে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া
MostPlay

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে রিতীমতো উড়ছে ব্রাজিল। টানা ৯ ম্যাচ জিতে ইতিমধ্যে কাতার ২০২২ বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে নেইমাররা। সবশেষ ম্যাচে তারা ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে। তাই কলম্বিয়ার বিপক্ষে অনেকটা স্বস্তি নিয়েই মাঠে নামবে তারা। এছাড়া ব্রাজিলের জন্য আরও একটি সুখবর, নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরেছেন নেইমার।

কলম্বিয়ার বিপক্ষে এখনো দল ঘোষণা করেনি ব্রাজিল কোচ। তবে ভেনেজুয়েলা ম্যাচ থেকে ইঙ্গিত পাওয়া গেছে, বদলি নেমে সেলেসাওদের মান বাঁচাতে দুটি গোলে অ্যাসিস্ট করা উইঙ্গার রাপিনহাকে দেখা যেতে পারে একাদশে।

অপরদিকে কলম্বিয়া বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ড্র করেছে। খেলাটা যেহেতু নিজেদের মাঠে তাই কলম্বিয়াও চাইবে নিজেদের মাঠে ব্রাজিলের জয়রথ থামিয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করতে। কলম্বিয়ার হুয়ান গুইলহেরমো কুয়াদ্রাদো উরুগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখায় ব্রাঙ্কুইলায় খেলতে পারবেন না। তার স্থলাভিষিক্ত হতে পারেন হুয়ান ফার্নান্দো কুইন্তেরো।

দক্ষিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। অপরদিকে ১০ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কলম্বিয়া। দক্ষিন আমেরিকা অঞ্চল থেকে সেরা চারটি দল কাতারে বিশ্বকাপ খেলার সরাসরি টিকিট পাবে। পঞ্চম স্থানের দল প্লেঅফ খেলবে আরেক কনফেডারেশনের দলের বিপক্ষে।

মন্তব্যসমূহ (০)


Lost Password