টস জিতে অপরিবর্তিত দল নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে অপরিবর্তিত দল নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
MostPlay

স্পোর্টস ডেস্ক : টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে বাছাইপর্ব পেরিয়ে সুপার টুয়েলভে যাওয়ার লক্ষ নিয়ে আর একটু পরেই পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। টিকে থাকার পাপুয়া নিউ গিনির বিপক্ষে ওমানের মাসকটে আল আমিরাত স্টেডিয়ামে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ। ওমান ম্যাচের দল নিয়েই মাঠে নামবে টাইগাররা।

সুপার টুয়েলভে যাওয়াটা এখন নিজেদের কাছেই আছে। সেজন্য পিএজিকে হারাতে হবে কমপক্ষে ৩ রানের ব্যাবধানে। ৩ রানের ব্যাবধানে হারাএত পারলেই আর কারও দিকে তাকিয়ে থাকতে হবেনা মাহমুদউল্লাহদের।

স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে হারায় ওমানকে। এই ম্যাচে লম্বা একটা সময় শঙ্কায় ছিল মাহমুদউল্লাহর দল। শেষ পর্যন্ত বোলারদের নৈপুণ্যে জেতে পরিষ্কার ব্যবধানে। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা পাপুয়া নিউ গিনির বিপক্ষে বড় জয়ই প্রত্যাশিত।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাইম শেখ, শেখ মেহেদি হাসান, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

মন্তব্যসমূহ (০)


Lost Password