মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতকে পাশে চায় বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতকে পাশে চায় বাংলাদেশ
MostPlay

আজ মঙ্গলবার বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন,র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী হয়তো একটা সুখবর নিয়ে আসবেন।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রী বলছেন, যুক্তরাষ্ট্রে ভারতীয় কমিউনিটির প্রভাবকে এ ইস্যুতে কাজে লাগাতে চায় ঢাকা। আর বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের রিপোর্টে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তাকে আমলে নিতে চান না মন্ত্রী।

আগে নিজ দেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে পরে সবক দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে পারেন ড. এস জয়শঙ্কর। যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ ভারতীয় বসবাস করে জানিয়ে তিনি বলেন, 'তারা খুবই শক্তিশালী। তারাও সরকারকে বলেছে। এটি হয়েছে শুধু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে। ভারত বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পরিষ্কার করে বলেছেন, যেকোনো উন্নতি না হলে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ঠিক আছে। বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা যে বিষয়টি বলছে সেটি হচ্ছে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা ম্যাকানিজম র‍্যাবের অভ্যন্তরে রয়েছে। এদের অনেকেই শাস্তি পায় জানিয়ে তিনি বলেন, কিন্তু এই বার্তাটি যুক্তরাষ্ট্রের কাছে ঠিকমতো পৌঁছয় না।

মন্তব্যসমূহ (০)


Lost Password