স্মার্ট স্কাউটিং স্মার্ট সিটিজেন’ এ স্লোগান নিয়ে নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পত্নীতলা উপজেলা পরিষদ চত্বরে রোভার ও উপজেলা স্কাউটস আয়োজনে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্কাউট সভাপতি পপি খাতুন এর সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীন, উপজেলা রোভার স্কাউট সম্পাদক রাম কমল চন্দ্র মন্ডল, স্কাউটস কমিশনার মোসাঃ হাসনা, হেনা, কাব লিডার শাহানা পারভীন , রোভার স্কাউটস এ্যাডমিন মাসুমুল হক (সিযাম) সহ উপজেলা স্কাউটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নজিপুরে সরকারি কলেজ, নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, এম বাইতুল্লাহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, চকনিরিখিন উচ্চ বিদ্যালয়, গগণপুর উচ্চ বিদ্যালয় ইউনিটের সদস্যবৃন্দ, প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন