আজ চমক দেখানো স্কটল্যান্ডের মুখোমুখি আফগানিস্তান

আজ চমক দেখানো স্কটল্যান্ডের মুখোমুখি আফগানিস্তান
MostPlay

স্পোর্টস ডেস্ক : তালেবানরা ক্ষমতা দখলের পর থেকেই অস্থির সময় কাটছে আফগানিস্তানে। সেই অস্থিরতার মধ্যেই শঙ্কার মেঘ কাটিয়ে দেশটির ক্রিকেট দল এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। সুপার-১২ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ রাত ৮টায় শারজা ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবে আফগানরা। প্রথম ম্যাচে জয় তুলে দেশের মানুষদের শান্তি উপহার দিতে চান আফগান অধিনায়ক মোহাম্মদ নবি।

অপরদিকে প্রথম পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়ে চমক দেখিয়েছিল স্কটল্যান্ড। এরপর পাপুয়া নিউগিনি ও ওমানকে হারিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠে স্কটিশরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম দ্বিতীয় রাউন্ডে খেলবে স্কটল্যান্ড।

পরিসংখ্যান বলছে, আজকের ম্যাচে ফেবারিট আফগানিস্তান। কেননা, তাদের বিপক্ষে খেলা আগের ছয় টি-টোয়েন্টি ম্যাচের প্রত্যেকটিতে হার দেখেছে স্কটল্যান্ড। তবে পুরনো এই রেকর্ডে ভীত নয় স্কটিশরা। উল্টো বাছাইয়ে টানা তিন জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে তারা এবং আরও কিছু চমক উপহার দিতে চান সুপার-১২-এ। যেমনটা স্পষ্ট মার্ক ওয়াট, ‘আমরা হতাশা উপহার দিতে চাই। আমরা এর আগেও এটা করে দেখিয়েছি'।

মন্তব্যসমূহ (০)


Lost Password