নওগাঁর রাণীনগরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে এক যুবক নিহত

নওগাঁর রাণীনগরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে এক যুবক নিহত
MostPlay

নওগাঁর রাণীনগর উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে রামপ্রসাদ দাস ওরফে লিটন (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন পরিবার।

আজ রবিবার সকালে উপজেলার কাশিমপুর দাসপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রামপ্রসাদ দাস ওরফে লিটন কাশিমপুর দাসপাড়া গ্রামের মৃত বীরেন দাসের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ৮ টার দিকে পরিবারের অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খান রামপ্রসাদ দাস ওরফে লিটন। এরপর লিটন গ্রামের ভিতরে ঘোরাফেরা করতে থাকেন। এমতাবস্থায় বিষক্রিয়া হয়ে সে মাটিতে টলে পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু যাওয়ার পথেই তিনি মারা যান। নিহতের পরিবারের দাবি, লিটন বেশ কিছুদিন ধরে মাথার সমস্যায় ভুগছিলেন। হয়তো এই কারণেই সে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রবিবার দুপুরে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password