নওগাঁর সাপাহারে পাখির খামারে অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি

নওগাঁর সাপাহারে পাখির খামারে অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি
MostPlay

নওগাঁর সাপাহার উপজেলায় পাখির খামারে ভয়াবহ অগ্নিকান্ডে খামারীর প্রায় ১৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলনা ইউনিয়নের ছোটমামুরিয়া গ্রামে। খামার মালিক মতিউর রহমান জানান, বুধবার (১৬ মার্চ) ভোর পৌনে ৪ টার দিকে কে বা কাহারা তার খামারে আগুন লাগিয়ে দেয়।

এসময় স্থানীয় লোকজনের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে এসে ভয়াবহ অগ্নিকান্ড দেখতে পান। তাৎক্ষণিক ভাবে খামারে এসে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এসময় সংঘটিত অগ্নিকান্ডে ফেন্সি জাত ও বিভিন্ন প্রজাতির ৩৫০টি বড় কবুতর, ১৫০টি কবুতরের বাচ্চা, ১০০পিস কবুতরের ডিম, ১০০টি বিদেশী বাজরিকা পাখি, বিভিন্ন প্রজাতির ২৪টি বিদেশী ঘুঘু,খামারে রক্ষিত ক্যাশবক্সে নগদ ৫২হাজার টাকা, আসবাব পত্র, পাখির খাঁচা, পাখির খাদ্যসামগ্রী পুড়ে ভষ্ম হয়ে যায়। এতে ওই খামারীর প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

খামার মালিক মতিউর রহমান ছোট মামুরিয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে বলে জানা গেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, তদন্তের জন্য ফায়ার সার্ভিসকে বলা হয়েছে। এঘটনায় সাপাহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এই পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলেও তিনি জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password