অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ১০ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ১০ লাখ টাকা জরিমানা
MostPlay

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার জিইসি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ‘এরাবিয়ান করপোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে শুনানির পর এই জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, গত ১৭ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে এরানিয়ান করপোরেশন ২০ হাজার ঘণফুট মাটি কাটার সত্যতা পায়। এরপর ওই প্রতিষ্ঠানকে শুনানির পর হাজির হতে বলা হয়।

গতকাল অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে জরিমানা করা হয়। একই বিষয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নুরুল্লাহ নূরী বলেন, এরাবিয়ান করপোরেশনের মালিক হাজি মো. নুর ইসলাম ও তাঁর স্ত্রী আমেনা বেগমকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পাঁচ লাখ টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। বাকি পাঁচ লাখ আগামী সোমবারের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password