লঙ্কান প্রিমিয়ার লিগ নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

লঙ্কান প্রিমিয়ার লিগ নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

এ মাসের শেষ দিকে মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসরের খেলা, ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে খেলতে নাম নিবন্ধন করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদসহ ৭ বাংলাদেশি ক্রিকেটার। প্রথম আসরের মতো এবারও দেশ-বিদেশের নামিদামি সব তারকাকে নিয়ে লিগ আয়োজন করতে চায় ক্রিকেট শ্রীলঙ্কা। তাই দল সাজানোর কাজে লেগে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

শ্রীলঙ্কা ক্রিকেটের সহ-সভাপতি রবিন উইকরামারত্নে এক বিজ্ঞপ্তিতে এসএলসির পক্ষে বলেন, ‘গত বছর সফলভাবে এলপিএল সম্পন্ন করায় এবার অনেক খেলোয়াড়ই এলপিএল খেলতে মুখিয়ে আছেন। এটা শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য ইতিবাচক দিক’।

সাকিব-তামিমদের পাশাপাশি এলপিএলের নিলামে থাকছে মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস এবং সৌম্য সরকার। এছাড়া রয়েছে একঝাঁক বিদেশি তারকা ক্রিকেটারদের নাম, এদের মধ্যে উল্লেখযোগ্য হলো, রাইলি রুশো, রাসি ভ্যান ডার ডুসেন, ব্রেন্ডন টেইলর, উসমান খাজা, সান্দিপ ল্যামিচানে, মরনে মরকেল, জেমস ফকনারদের মতো বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটাররা।

এসএলসির পরিকল্পনা অনুযায়ী ৩০ জুলাই মাঠে গড়াবে ৫ দলের এই টুর্নামেন্ট, ২২ আগস্ট অনুষ্ঠিত হবে দ্বিতীয় আসরের ফাইনাল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই, টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জাফনা স্ট্যালিয়ন্স। এলপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা স্ট্যালিয়ন্স। করোনার কারণে প্রথম আসরটি মাত্র একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল, হাম্বানটোটায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password