৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত সিলেটে

৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত সিলেটে

সিলেটে ঈদের দিন মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে লোকজন বাসাবাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার রাত আনুমানিক ৮টা ৪২ মিনিটে দিকে সিলেটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। 

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৬৬ কিলোমিটার উত্তরপূর্বে ভারতের কাকচিং বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সর্বশেষ ১৪ এপ্রিল সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশও বেশ বড় মাত্রার ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password