নওগাঁর মান্দায় এক কেজি গাঁজাসহ ৩জন আসামী গ্রেফতার

নওগাঁর মান্দায় এক কেজি গাঁজাসহ ৩জন আসামী গ্রেফতার

নওগাঁর মান্দা উপজেলায় এক কেজি গাঁজাসহ নিয়মিত ও ওয়ারেন্ট ভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ মে) বিকাল ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃত গাঁজা ব্যবসায়ী হলেন, উপজেলার কুসুম্বা ইউপির দীনেশ চন্দ্র দাসের ছেলে পলাশ কুমার (২৫)। অন্য আসামীরা হলেন, মান্দা সদর ইউপির নলঘৈর গ্রামের জিল্লুর রহমানের ছেলে কামরুজ্জামান (৩৬) এবং তেঁতুলিয়া ইউপির চক- সাবাই গ্রামের মৃত গাবুর ছেলে মেহের আলী (৫৪)। জানাগেছে, ওসি শাহিনুর রহমানের নির্দেশে মঙ্গলবার বিকালে থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন ১ কেজি গাঁজাসহ পলাশ নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসেন। এছাড়া অন্য ২ জন আসামী কামরুজ্জামান ও মেহের আলীকে থানার অন্য পুলিশ কর্মকর্তা গ্রেফতার করেন।

ওসি শাহিনুর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা ব্যবসায়ী পলাশ সহ অন্য আসামীদেরকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গাঁজা ব্যবসায়ী পলাশের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। বুধবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password