করোনায় শনাক্ত ২৭৩৫,মৃত্যু ৪২ জনের

করোনায়  শনাক্ত ২৭৩৫,মৃত্যু ৪২ জনের

 গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও জনের ৪২ মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯৩০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৩৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫০৪ জন।সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, -টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩,৯৬১ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ১২,৯৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।এদিকে বিশ্বব্যাপী ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলছে। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭১ লাখের বেশি মানুষের শরীরে। এছাড়া এর কারণে মৃত্যু ছাড়িয়ে গেছে ৪ লাখ। তবে আশার কথা হলো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩৪ লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি শনাক্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ২০ লাখেরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।অন্যদিকে যেই চীন থেকে ভাইরাসটির সংক্রমণ শুরু হয় সেই দেশটির পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সেখানে সংক্রমিত রোগীর সংখ্যা পাঁচ সংখ্যা পাড় হয়নি। এছাড়া সংক্রমণের সংখ্যা বিবেচনায় এক নম্বরে থেকে ধীরে ধীরে নীচের দিকে নামছে দেশটি। বর্তমানে অবস্থান করছে ১৮ নম্বরে।

মন্তব্যসমূহ (০)


Lost Password