কিশোরগঞ্জে নতুন করে ২২ জনের করোনা শনাক্ত,

কিশোরগঞ্জে নতুন করে ২২ জনের করোনা শনাক্ত,
MostPlay

কিশোরগঞ্জে আগের ২৪ ঘন্টায় জেলায় মোট ২৮ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হওয়ার পর এবার গত ২৪ ঘন্টায় নতুন করে মোট ২২ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। জেলায় করোনার এমন রুদ্রমূর্তি যেন ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। ধারাবাহিকভাবে বেড়েই চলেছে করোনার ভয়াবহ সংক্রমণ।সর্বশেষ বুধবার (১৪ এপ্রিল) রাতে প্রকাশিত ফলাফলে জেলার ১৩টি উপজেলার মধ্যে ৭টিতে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া মোট ২২ জনের মধ্যে শীর্ষে রয়েছে সদর উপজেলা। মোট ২২ জন কোভিড-১৯ পজেটিভের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলাতেই মোট ১০ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে।

এছাড়া পাকুন্দিয়া উপজেলায় ৩ জন, কটিয়াদী উপজেলায় সর্বোচ্চ ৩ জন, কুলিয়ারচর উপজেলায় ২ জন, ভৈরব উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ১ জন এবং মিঠামইন উপজেলায় ২ জন শনাক্ত হয়েছেন।কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে মোট ১৭৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জন এবং বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২১ জনের নমুনা পরীক্ষায় ১ জন মিলিয়ে এই ২২ জনের পজেটিভ এসেছে।এই ২৪ ঘন্টায় জেলায় কোন সুস্থ নেই। এছাড়া কোন মৃত্যুও নেই।

মন্তব্যসমূহ (০)


Lost Password