এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ২০০ মরা মুরগি উদ্ধার

এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ২০০ মরা মুরগি উদ্ধার
MostPlay

কোথায় হবে মানুষের আস্থা? ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট রেস্টুরেন্ট থেকে ২০০ মরা মুরগি উদ্ধার করা হয়েছে। রেস্টুরেন্টটিতে মরা মুরগি জবাই করার সময় জড়িত ৭ জনক আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ শনিবার (১২ জুন) বিকেলে গনমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।

মোহাম্মদ জিয়াউল হক বলেন, এপিবিএনএর সাদা পোশাকের সদস্যরা  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এয়ারপোর্টের কাস্টমস হাউসের পার্শ্ববর্তী এয়ারপোর্ট রেস্টুরেন্ট থেকে ২০০টি মরা মুরগিসহ হাতেনাতে ৭ জনকে আটক করেছে। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে নেতৃত্ব দেন- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজ।

এপিবিএন এর আরেক সদস্য বলে, মানুষ  কোথায় আস্থা খুঁজে পাবে? এমন ভিআই  এলাকায়  যদি এমন হয় বাকী এলাকায় কি হবে? এখানে তো খাবার বিক্রিতে লস হয়না। সব  খাবারই তুলনা মূলকভাবে বেশি রাখা হয়।  আসলেই এই ঘটনা দুঃখ জনক। আইন-অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password