নওগাঁর ধামইরহাটে ৩৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

নওগাঁর ধামইরহাটে ৩৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

নওগাঁর ধামইরহাট উপজেলায় ৩৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার দক্ষিণ জাহানপুর নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক আসামিরা হলো উপজেলার আলতাদিঘী জোতমাহমুদপুর এলাকার মেহের আলীর ছেলে মো. জহুরুল ইসলাম (৩৬) এবং একই এলাকার মৃত আয়েন উদ্দিন এর ছেলে মো. আনোয়ার হোসেন (৪৫)।

এ ঘটনায় পাশ্ববর্তী বাসুদেবপুর নামক এলাকার ময়েজ উদ্দীনের ছেলে মো. আব্দুর রহিদ ওরফে দারোগা (৪২) পলাতক রয়েছে। এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী জানান, ঘটনার দিন বিকালে উপজেলার দক্ষিণ জাহানপুর এলাকায় সাব ইন্সপেক্টর মো. মাসুদ রানাসহ সঙ্গীয় টিম অভিযান চালায়। অভিযানে তাদের নিকট থেকে ৩৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password