১৬ তমদের ফলাফল যেকোনো দিন- এনটিআরসিএ চেয়ারম্যান

১৬ তমদের ফলাফল যেকোনো দিন- এনটিআরসিএ চেয়ারম্যান
MostPlay

অবশেষে দীর্ঘ ৩ বছরের অপেক্ষা শেষ হতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধনের ১৬ তম প্রার্থীদের। অক্টোবরের ১৫ তারিখের মধ্যে যেকোনো দিন ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। সম্প্রতি বিডি টাইপের সাথে আলাপকালে এসব কথা জানান এনটিআরসিএ -এর চেয়ারম্যান এনামুল কাদের খান। তিনি আরো বলেন আমরা সাধারণত মৌখিক পরীক্ষার ১ মাসের মধ্যে ফলাফল প্রকাশ করে থাকি। ১৬ তমদের ক্ষেত্রেও এ সময়ব্যাপ্তি অনুসরণ করা হয়েছে। তাদের ফলাফল তৈরির কাজ প্রায় সম্পন্ন। অভ্যন্তরিণ কিছু কাজ সম্পন্ন হওয়া মাত্রই ফলাফল প্রকাশিত হবে। 

তিনি আরো জানান, করোনা অতিমারির অভিঘাতে বাংলাদেশসহ পুরো বিশ্বই প্রায় ২ বছর থমকে গিয়েছ। সে অভিঘাত থেকে এনটিআরসিএ-কে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। মূলত করোনার জন্যে আমাদের কাজের গতি েমন্থর হয়ে গিয়েছে। এখন সবই আবার স্বগতিতে এগুচ্ছে। আশা করি আমরা দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারবো।

৩য় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের সম্পর্কে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের চাহিদানুসারে আমরা প্রার্থীদের কাছে পুলিশ ভ্যারিফিকেশন ফরম চেয়েছি। তাদের থেকে প্রাপ্ত ফরমগুলোকে আমরা জেলাভিত্তিক আলাদা করার কাজ করছি। শিগগিরই তা জেলায় জেলায় পাঠানো হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের রিকুয়েস্টে তা অতি দ্রুত সম্পন্ন করার চিন্তা করছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password