কেন্দ্রে ঢুকে নৌকায় ভোট দিতে বাধ্য করায় ১০ জনের কারাদণ্ড

কেন্দ্রে ঢুকে নৌকায় ভোট দিতে বাধ্য করায় ১০ জনের কারাদণ্ড
MostPlay

মানিকগঞ্জে ইউপি নির্বাচনে কেন্দ্রে ঢুকে নৌকায় ভোট দিতে বাধ্য করায় ১০ জনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা এ রায় দেন। এর আগে দুপুর ১২টার দিকে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কামার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে র্যা ব তাদের আটক করে।

এ ঘটনায় একঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর রাহি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান খান সাকিবসহ আরও ৮ বহিরাগত ছাত্রলীগ কর্মী। জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রে ঢুকে ভোট কারচুপি ও ভয়-ভীতি দেখিয়ে নৌকায় ভোট দিতে ভোটারদের বাধ্য করে। এ ঘটনায় র্যা ব তাদের আটক করলে কেন্দ্রে উত্তেজনা দেখা দেয় এবং ভোটগ্রহণ স্থগিত করা হয়।

পরে ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা তাদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেন। এরপর আবারও ভোটগ্রহণ শুরু হয়। প্রিজাইডিং অফিসার মো. শামীম মিয়া বলেন, কেন্দ্রে ঝামেলা হলে ভোটগ্রহণ একঘণ্টা স্থগিত থাকে। তাৎক্ষণিকভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তারা এসে পরিবেশ শান্ত করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password