‘আল্লাহর অভিশাপ করোনাকে ’ বলা চিন্তাবিদই আক্রান্ত

‘আল্লাহর অভিশাপ করোনাকে ’ বলা চিন্তাবিদই আক্রান্ত

মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। বিশ্বের ১১৫টি দেশে এখন করোনা ভাইরাস ঢুকেছে। সারাবিশ্বে এখন পর্যন্ত ৪ হাজার ৯৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনেই মৃতের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি।করোনা ভাইরাসের উৎপত্তি চীনের উহানে।

এদিকে, করোনা ভাইরাস ‘আল্লাহর অভিশাপ’ চীনের ওপর বর্ষিত হয়েছে বলে মন্তব্য করেছিলেন ইরাকের শিয়া ইসলামিক চিন্তাবিদ হাদি আল মোদারেসসি। এখন তিনিই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। 

গত ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) মধ্যপ্রাচ্যভিত্তিক এক টেলিভিশন চ্যানেল মেমরি টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে ওই ইসলামিক চিন্তাবিদ বলেছিলেন, ‘এটা একেবারেই সত্যি চীনে যে ভাইরাসটি ছড়িয়েছে, তা আল্লাহর অভিশাপ। প্রায় ১০০ কোটির বেশি মানুষ ওই দেশে বাস করে। কিন্তু চীনের মুসলমানদের চরম নির্যাতন করা হয়। চীনে মুসলমানদের জোর করে হারাম খাদ্যদ্রব্য খাওয়ানো হয়। ইসলামে পোকামাকড় খাওয়া নিষিদ্ধ। কিন্তু তারা সেই খাদ্যদ্রব্য খায়। ঠিক এ কারণেই আল্লাহ তাদের ওপর এই অসুখ দিয়েছেন।’  

এদিকে, মাধ্যপ্রাচ্যভিত্তিক বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, হাদি আল মোদারেসসি এখন করোনা ভাইরাসে আক্রান্ত। এদিকে টুইটারে মাক্স পরিহিত একটি ছবি প্রকাশ করে মোদারেসসি নিজেই জানিয়েছেন, ‘তিনি এখন সুস্থতার পথে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password