ভালবাসি’ বলার দিন আজ, জেনে নিন কীভাবে বলবেন

ভালবাসি’ বলার দিন আজ, জেনে নিন কীভাবে বলবেন

ভ্যালেন্টাইন’স উইকের দ্বিতীয় দিন আজ, অর্থাৎ প্রপোজ ডে। গতকাল ৭ ফেব্রুয়ারি ছিল ‘রোজ ডে’ (গোলাপ দিবস)।

প্রোপোজ ডে’র থিম হলো, ভালোবাসার মানুষকে ভালোবাসার কথাগুলো জানানো। নতুন জুটিদের জন্য এর চেয়ে ভালো দিন আর হতেই পারে না ভালোবাসা প্রকাশের জন্য। আর পুরোনো জুটি যারা, তারাও আজ আরেকবার ঝালিয়ে নিতে পারেন নিজেদের প্রথমদিকের আবেগময় দিনগুলোকে।

তবে প্রেম নিবেদনের আগে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি, তা নিয়ে এই আয়োজন :

ব্যক্তিত্ব বজায় রাখুন: নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে কিছু করতে যাবেন না। কোনো বন্ধু বা সেলিব্রিটির নকল না করে নিজের ব্যক্তিত্বসুলভ আচরণ করুন। 

জায়গা নির্বাচন: প্রিয়জনকে নিয়ে যেতে পারেন আপনাদের প্রথম দেখা হবার স্থানটিতে। একটা সংক্ষিপ্ত স্মৃতিচারণের পর প্রপোজ করে ফেলুন। তা না পারলে এমন কোনো সুন্দর জায়গা নির্বাচন করুন, যেখানে কোলাহল কম।

ক্যান্ডেল লাইট ডিনার: ক্যান্ডেল লাইট ডিনারে মোমবাতির আলো-আঁধারি পরিবেশ, সেই সাথে কোনো রোমান্টিক মিউজিক। সবচেয়ে ভালো হয়ে ২/১ ঘন্টার জন্যে কোনো রেস্টুরেন্টের একটা কর্ণার যদি রিজার্ভ করে ফেলতে পারেন। এই রোমান্টিক পরিবেশে আপনার প্রিয়জন রাজি না হয়ে পারবেনই না!

চিঠি: চিঠির আবেদন সব সময়েই অমলিন। নীল খামে পাঠিয়ে দিন সেই সাথে সুগন্ধী আর ফুলের পাপড়ি যোগ করতে ভুলবেন না। আজকের দিনে পরস্পরের কাছ থেকে দূরে থাকতে হলে চিঠির কিন্তু কোনো বিকল্প নেই।

আংটি: একটা সুন্দর আংটি কিনতে ভুলে যাবেন না। একটা নতুন সম্পর্ককে বাঁধার অদ্ভুত সুন্দর প্রতীক এই আংটি। প্রিয়জনের চোখ বন্ধ করতে বলুন। তার হাতে পরিয়ে দিন আংটিটি। তারপর কানে কানে বলে ফেলুন ‘ভালবাসি’।

প্রপোজের ভাষা: প্রপোজের ভাষার ব্যাপারে সচেতন থাকুন। সরাসরি বলতে পারেন, ‘উইল ইউ ম্যারি মি?’ অথবা ‘আমি তোমার হাতটা সারাজীবনের জন্যে ধরতে চাই’, ‘তুমি কী আমার জীবনসঙ্গী হবে?’ বা আপনার পছন্দমত যে কোনো কিছুই হতে পারে সেটা। তবে খেয়াল রাখবেন, তা যেন মানুষটির মন ছুঁয়ে যায়।

সময় নিন: প্রপোজ করার আগে সময় নিন। কথা বলুন, একসাথে সময় কাটান ও সঙ্গীকে বুঝতে চেষ্টা করুন। যখন বুঝতে পারবেন আপনার প্রতি তার একটা সফট কর্নার তৈরী হয়েছে, তখনই প্রপোজ করুন। তার আগে নয়। 

তাহলে আর দেরি কেন? মনের মানুষটিকে আজই বলে দিন ভালোবাসার কথাটি!

এছাড়াও আগামী কাল থাকছে চকোলেট ডে। এই দিনটির থিমও কিন্তু দুষ্টু-মিষ্টি ভালোবাসা! আপনি আপনার প্রেমিক/প্রেমিকা-কে প্রপোজ করেছেন সে আপনাকে ‘হ্যাঁ’ বলেছে! এই ব্যপারটি উদযাপন করতেই আসলে চকলেট ডে। 

১০ ফেব্রুয়ারি পালন করা হবে টেডি ডে। ভালোবাসার মানুষকে একটি টেডি দেয়ার মানে হলো, আপনি চান এটি আপনার ভালোবাসা কে বিয়ার (বহন করে) করে আপনার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেবেন। ব্যপারটি সাদা চোখে খুব সাধারণ মনে হলেও আপনার সঙ্গীর কাছে কিন্তু খুবই রোমান্টিক!

১১ ফেব্রুয়ারি প্রমিস ডে বা প্রতিশ্রুতি দিবস। ভ্যালেন্টাইন সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এটি। সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিশ্রুতি। নিজেদের সম্পর্ককে আরও মজবুত আঁটসাট করতে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে।

১২ ফেব্রুয়ারি আলিঙ্গন দিবস বা হাগ ডে। একটু আলিঙ্গন মুহূর্তেই কারো মন ভালো করে দিতে পারে। ভালোবাসা সপ্তাহে আজ প্রিয়জনকে আলিঙ্গনের দিন। আপনার ছোঁয়াই বুঝিয়ে দেবে প্রেমের প্রতি আপনি কতটা বিশ্বস্ত। 

১৩ ফেব্রুয়ারি চুম্বন দিবস বা কিস ডে। একটা চুমুতে ঘুচে যায় সব দূরত্ব। একটা চুমুতেই মিটে যায় সব বিবাদ। আর তাই ভ্যালেনটাইন্স ডে-র আগের এই দিনটা খুব গুরুত্বপূর্ণ।

১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। এর মূল কথা যে ভালবাসা তা তো আর বলে দিতে হবে না।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password