বিপুল দাম কমল সোনা ও রুপোর

বিপুল দাম কমল সোনা ও রুপোর

নয়াদিল্লি: লকডাউনের জেরে সোনা রুপোর চাহিদা অনেকটাই কমে গিয়েছে ৷ চাহিদা কম থাকায় মঙ্গলবার সোনা ও রুপোর দামে বড়সড় বদল দেখা গিয়েছে বাজারে ৷ ১৭০ টাকা সস্তা হয়ে সোনার দাম এখন প্রতি ১০ গ্রামে ৪৫৭৪২ টাকা  ৷ সোমবার অবশ্য ১৮০ টাকা দাম বেড়ে তা ছিল ৪৫৯১৩ টাকা প্রতি ১০ গ্রামে ৷ সোনার পাশাপাশি রুপোর দামও অনেকটাই কমেছে ৷ এদিন প্রায় ৫৯০ টাকা সস্তা হয়েছে রুপো ৷ এর আগে সোমবার রুপোর দাম ৯০০ টাকা প্রতি কিলোগ্রামে কমেছিল।

এদিন রুপোর দাম কমে ৪১০৭৯ টাকা প্রতি কিলোগ্রাম হয়েছে ৷ তবে দাম কমলেও সোনা কেনার সময় অবশ্যই সাবধান থাকবেন ৷ জুয়েলারিতে হলমার্ক রয়েছে কিনা দেখে নিন ৷ পাশাপাশি যাচাই করে নেবেন যে তাতে ৯৯৯, ৯১৬, ৮৭৫ এরকম কোনও নম্বর লেখা রয়েছে কিনা ৷ এই নম্বরের মধ্যেই লুকিয়ে থাকে আপনার সোনার শুদ্ধতার রহস্য ৷ খেয়াল রাখবেন হলমার্ক থাকা জুয়েলারির সঙ্গে ৯৯৯ নম্বর থাকা মানে সেটি ২৪ ক্যারেট সোনা ৷ ৯৯৯ মানে সোনার শুদ্ধতা ৯৯.৯ শতাংশ ৷ এই হিসেবে ২৩ ক্যারেট সোনায় ৯৫৮ ও ২২ ক্যারেট সোনায় ৯১৬, ২১ ক্যারেটে ৮৭৫ ও ১৮ ক্যারেটে ৭৫০ নম্বর লেখা থাকে ৷

মন্তব্যসমূহ (০)


Lost Password