বাংলাদেশ করোনায় যে ভুলটি করেছে

বাংলাদেশ করোনায় যে ভুলটি করেছে

বাংলাদেশে এ পর্যন্ত তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। ইতিমধ্যে বাড়িতেই কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৯০১ জনকে। মূলত যাদের কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে, তারা ঢাকার বাইরে অবস্থান করছেন। বিশেষ করে ইতালি থেকে যারা বিভিন্ন সময়ে দেশে ফিরেছেন, তাদের প্রবেশে প্রথমদিকে শিথিলতা থাকলেও গত দুইদিনে স্থানীয় জেলা প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে, বাংলাদেশ করোনা মোকাবেলায় শুরুতে বেশ ভালো প্রস্তুতি নিয়েছিল। চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে পরিস্থিতি মোকাবেলায় পরিস্থিতি ছিল অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে উহানের বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশী শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে এসে তাদের কোয়ারেন্টাইনে রাখা এবং বিমানবন্দরগুলোতে সতর্কতার ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ বাংলাদেশ গ্রহণ করেছিল।

কিন্তু অনুসন্ধানে দেখা গেছে যে বাংলাদেশ এক্ষেত্রে মস্ত বড় একটি ভুল করেছিল। বাংলাদেশের মূল নজর ছিল চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর দিকে। যারা বাংলাদেশে ফিরছে তাদের ব্যাপারে নজরদারি করা, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা, তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের আওতার মধ্যে নিয়ে আসা। কিন্তু ইউরোপে, বিশেষ করে ইতালিতে করোনা যে এভাবে ছড়িয়ে পড়বে এবং ব্যাপক আকার ধারণ করবে- এটা যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুঝতে পারেনি, তেমনি বাংলাদেশও এই ব্যাপারটিকে উপেক্ষা করেছিল।

ইতালিতে যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়ে তখন ইতালির বিপুল সংখ্যক বাঙালি ইতালি ছেড়ে বাংলাদেশে আসা শুরু করে। তারা বাংলাদেশে এসে তাদের নিজ নিজ গ্রামে বা এলাকায় চলে গেছে। বাংলাদেশ বিমানবন্দরে চীনফেরতদের কাছ থেকে যেমন তাদের নাম, ঠিকানাসহ সব তথ্য সংগ্রহ করা হয়েছে, ইতালি ফেরতদের ক্ষেত্রে বিষয়টি তত গুরুত্ব সহকারে করা হয়নি। এরাই এখন বাংলাদেশে করোনাভাইরাস ছড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষ করে গত বুধবার যেখানে ২০ মাত্র ১৭৪ জন কোয়ারেন্টাইনে ছিল, সেখানে বৃহস্পতিবার ২৬ টি ৯০১ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে যে ইতালির প্রতি নজরদারির অভাবের কারণে যে ভুল হয়েছে, সেই ভুলের ফলেই বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়তে পারে।তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে ইতালি ফেরতদের এখন কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে যে এরপর আর ইতালি ফেরতদের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ করবে না।

মন্তব্যসমূহ (০)


Lost Password