প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গত কয়েক বছরের মত এবারও ৮২ হাজার ৫০০ জন এই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুল ও ৪৯ হাজার ৫০০ সাধারণ বৃত্তি। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই ফল প্রকাশ করেন।
যেভাবে জানা যাবে ফল
প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইট ও স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়/জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে বৃত্তির ফল পাওয়া যাবে। এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।এক্ষেত্রে পিইসি পরীক্ষার্থীদের এসএমএস পাঠাতে হবে :- DPEThana/Upazila Code No, Roll Number, Year and Send to 16222এবতেদায়ি পরীক্ষার্থীদের EBTThana/Upazila Code Number, Roll Number, Year and Send to 16222 এভাবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন