প্রধানমন্ত্রীকে নিয়ে পরিকল্পনামন্ত্রীর কবিতা

প্রধানমন্ত্রীকে নিয়ে পরিকল্পনামন্ত্রীর কবিতা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সোমবারের মন্ত্রিসভার বৈঠকে সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রিসভার বৈঠকেই একটি কবিতা লিখেছেন পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এমএ মান্নান।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আমার হাওরবাসীর পক্ষে এই খুশিতে আমি কেবিনেট সভায় বসেই একটি কবিতা লিখেছি। আমি কবিতার মানুষ নই। কিন্তু আনন্দে আমার জীবনের প্রথম কবিতাটি শেষ বয়সে এসে কেবিনেট সভায় বসে লিখলাম।

সময়ের কণ্ঠস্বরের পাঠকদের জন্য পরিকল্পনামন্ত্রীর লেখা কবিতাটি হুবহু তুলে ধরা হল-

‘ডিসেম্বরের তিরিশ দুই হাজার উনিশ
হাওর বাংলার জন্য এল বড় শুভাশীষ
বঙ্গকন্যা শেখ হাসিনা খুলিল দুয়ার
এল মোদের বিশ্ববিদ্যালয়, খুশির জোয়ার।
বয়ে গেল হাওর থেকে হাওরে অপার
কে রুখবে আমাদের আনন্দ এবার।
বঙ্গবন্ধু দিয়ে গেল স্বাধীনতা স্বভূমে
বঙ্গকন্যা আনে এবার সম্মান অসীমে।
ধন্য ধন্য শেখ হাসিনা তোমায় সালাম
হাওরবাসীর পক্ষে আমি দিয়ে গেলাম।’

১০ লাইনের কবিতায় কোনো শিরোনাম না দিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করে হাওর-ভাটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password