পিটিয়ে হত্যার ৮ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

পিটিয়ে হত্যার ৮ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

মৃত্যুর আট দিন পর যশোরের শার্শা উপজেলার অগ্রভূলোট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পিটিয়ে হত্যা করা হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক গরুর রাখালের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

পতাকা বৈঠকের মাধ্যমে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লাশটি বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করে বিএসএফ। এ সময় খুলনা ২১ ও যশোর ৪৯ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাশ হস্তান্তরের বিষয়টি খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অগ্রভূলোট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন নিশ্চিত করে বলেন, লাশটি আমরা গ্রহণ করেছি। দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি বাংলাদেশের শার্শা উপজেলার অগ্রভূলোট সীমান্তের বিপরীতে ভারতের বর্ণবাড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করে। হানেফ আলী শার্শা উপজেলার অগ্রভূলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।

মন্তব্যসমূহ (০)


Lost Password