পাপিয়ার মদদদাতাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে গত পরশু রাজধানী থেকে আটক নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াকে নিয়ে জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘পাপিয়ার পরিচয় যা-ই হোক, তার পাপের বিচার হবে। অপরাধী অপরাধ করে পার পায় না, এটা আমরা প্রমাণ করেছি। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে, যেখানে অপরাধীকে পাবে, আইনশৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘তাঁর (পাপিয়া) বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। দল থেকে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের যদি আরও অপরাধী থাকে তাদেরও আইনের আওতায় আনা হবে।’
তিনি বলেন, ‘সরকারের কাছে অপরাধী অপরাধীই, সে যেই দলের হোক না কেন।’ এর আগে কোনো সরকারের আমলেই দলীয় অপকর্মকারীদের এভাবে আইনের আওতায় আনা হয়নি বলেও জানান ওবায়দুল কাদের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন