ঢাকা উত্তরে তাবিথ, দক্ষিণে ইশরাক বিএনপির প্রার্থী

ঢাকা উত্তরে তাবিথ, দক্ষিণে ইশরাক বিএনপির প্রার্থী

ঢাকা- আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তর সিটিতে তাবিথ আউয়াল ও দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আগ্রহী তিন প্রার্থী তাবিথ আউয়াল, আসাদুজ্জামান রিপন ও ইশরাক হোসেনের সঙ্গে কথা বলে দুই সিটির জন্য দুজনকে চূড়ান্ত করেন বিএনপির স্থায়ী কমিটি।

এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরআগে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে সিটি উত্তরের জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়াল ও সিটি দক্ষিণের জন্য ইশরাক হোসেন সশরীরে উপস্থিত হয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তাবিথ আউয়াল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ইশরাক অবিভক্ত ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকার পুত্র।

প্রসঙ্গত, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক এবারই প্রথম কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে ঢাকা দুই ভাগ হওয়ার পর ২০১৫ সালে প্রথম সিটি নির্বাচনে উত্তরে মেয়র পদে লড়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ।

মন্তব্যসমূহ (০)


Lost Password