ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার প্রভাবশালী ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের জামিন বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এই আবেদন করা হয়। একই সঙ্গে তার জামিন সংক্রান্ত সব নথি তলব করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।এরই মধ্যে জামিনের আদেশটি পুনর্বিবেচনা করার জন্য বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চের কার্যতালিকায় রাখা হয়েছে। অন্যদিকে, মাদক মামলায় জামিন বাতিল চেয়ে আবেদন করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি রাষ্ট্রপক্ষ।
এর আগে শনিবার (৭ মার্চ) জানা যায়, কঠোর গোপনীয়তায় যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে অস্ত্র ও মাদক মামলায় ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। তবে জামিনের বিষয়ে জানা নেই বলে দাবি করেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান।উল্লেখ্য, জি কে শামীমকে রাজধানীর গুলশানের নিকেতনের বাসা থেকে গত বছর ২০শে সেপ্টেম্বর গ্রেপ্তার করে র্যাব। যুবলীগ নেতা পরিচয়ে গণপূর্তের টেন্ডারের ওপর তার একক নিয়ন্ত্রণ ছিল। সরকারি শ’ শ’ কোটি টাকার কাজ পায় তার প্রতিষ্ঠান জি কে বিল্ডার্স। র্যাব অভিযানে তার কাছ থেকে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে ২০০ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়া যায়।
তার বিরুদ্ধে গুলশান থানায় তিনটি মামলা দায়ের করে র্যাব। জিকে শামীমের বিরুদ্ধে গত ২১শে অক্টোবর মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। অস্ত্র মামলায় এরই মধ্যে বিচার শুরু হয়েছে। অস্ত্র মামলার চার্জশিটে বলা হয়, জি কে শামীম একজন চিহ্নিত চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়ার ব্যবসায়ী হিসেবে পরিচিত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন