চালের দাম বস্তাপ্রতি ৪০০ টাকা বেশি

চালের দাম বস্তাপ্রতি ৪০০ টাকা বেশি

সাভারে অভিযান পরিচালনা করে হানিফ রাইচ এজেন্সি নামের এক চাউল বিক্রির প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার (২০ মার্চ) সাভারের নামাবাজার এলাকায় সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মাহফুজের বলেন, করোনা ভাইরাসকে ইস্যু করে চাউলসহ বিভিন্ন বাজার মনিটরিং করা হয়। এসময় হানিফ রাইচ এজেন্সি নামের এক চাউল বিক্রির প্রতিষ্ঠানকে করোনাকে ইস্যু করে চালের দাম বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বাড়ানোর দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় হানিফ এন্টারপ্রাইজ নামের আরও একটি চাউলের দোকানদারকে সর্তক করা হয়েছে।

এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাজারে মাইকিং করে বলেন, বাজারে নিত্যপ্রযোজনীয় জিনিস পত্র মজুদ করলে, কেউ বেআইনিভাবে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরেনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অপ্রীতিকর ঘটনা এড়াতে এসময় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিলো।

মন্তব্যসমূহ (০)


Lost Password