পেঁয়াজের দাম আকাশচুম্বি হওয়ায় মূল্য নিয়ন্ত্রণে নিজস্ব ডিলারদের মাধ্যমে কম দামে ট্রাকে করে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে টিসিবির থেকে পেঁয়াজ নিয়ে তা কালোবাজারে বেশি দামে বিক্রি করায় তিন প্রতিষ্ঠানের ডিলারশীপ বাতিল করা হয়েছে।
অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে রাষ্ট্রীয় সংস্থা টিসিবি। একই সঙ্গে জামানত বাবদ টিসিবিতে জমা দেয়া ৪৫ হাজার টাকা বাজোয়াপ্ত করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুরের বাসিলা রোডের মেসার্স মেরিন জেনারেল স্টোর এবং আগারগাঁও তালতলার পুরাতন জান্নাত মসজিব সংলগ্ন মেসার্স পেয়ার এন্টারপ্রাইজ টিসিবির পেঁয়াজ কালোবাজারে বিক্রি করেছে। কালোবাজারে বিক্রির সময় র্যাবের ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাও পায়। তাই এ দুটি প্রতিষ্ঠানের ডিলারশীপ বাতিল করেছে টিসিবি কর্তৃপক্ষ।
একই সঙ্গে ডিলারশীপ চুক্তিপত্রের শর্ত অনুযায়ী জামানত বাবদ টিসিবিতে জমা দেয়া প্রতিষ্ঠান দু’টির ৩০ হাজার টাকা বাজোয়াপ্ত করা হয়েছে।
এছাড়া ঢাকার ডেমরার সারুলিয়ার পাড়াডগার নতুন পাড়ার মেসার্স খন্দকার স্টোর টিসিবির বিক্রয় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করায় প্রতিষ্ঠানটির ডিলারশীপ বাতিল করা হয়েছে। একই সঙ্গে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী জামানত বাবদ টিসিবিতে দেয়া ১৫ হাজার টাকা বাজোয়াপ্ত করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন