করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি ভাইরাস মুক্ত নিউইয়র্কে

করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি ভাইরাস মুক্ত নিউইয়র্কে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম যে ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি এখন ভাইরাস মুক্ত। স্থানীয় সময় বুধবার (১৮ মার্চ) সকালে সংবাদ সম্মেলনে দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে নিউইয়র্ক রাজ্যের গভর্নর এন্ড্র কুওমো বলেন, নিউইয়র্কের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত নারী বাড়িতে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে ভাইরাস মুক্ত হয়েছেন। এটা আমাদের জন্য অনেক আশার খবর।

তিনি বলেন, তিনি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে জানতেন ভাইরাসে আক্রান্ত হলে কীভাবে নিজেকে সবার চেয়ে পৃথক হরে রাখতে হয়। এ জন্য তিনি নিজে সচেতনভাবে কোনো গণপরিবহন ব্যবহার না করে ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরেছিলেন। বাড়িতে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছিলেন তিনি।

সেই ৩৯ বছর বয়সী নারী ফেব্রুয়ারিতে ইরান থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্বামীকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password