ইরাক-ইরানে জুমার নামাজ স্থগিত করোনা ভাইরাস আতঙ্কে

ইরাক-ইরানে জুমার নামাজ স্থগিত করোনা ভাইরাস আতঙ্কে

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শুক্রবারের জুমার নামাজ ও অন্যান্য জমসমাগম বাতিল করতে ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরাকের পবিত্র নগরী কারবালায়ও বাতিল করা হয়েছে জুমার নামাজ। ভাইরাস ঠেকাতে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশগুলো বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দেয়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানোশ জাহানপোরের বরাত দিয়ে আইআরএনএ বলছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের গণজমায়েত বন্ধ থাকবে। তিনি বলেন, নতুন করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসায় আগামী সপ্তাহে অন্তত ১৫টি মেডিকেল ল্যাব চালু করা হবে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১০৬ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে দেশটির নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকারও রয়েছেন। এর আগে গত মঙ্গলবার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হন দেশটির চিকিৎসকরা।

ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার ইরানে ২৫৪ করোনাক্রান্তের একজন। গত কয়েক দিনে করোনাক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে, যা চীনের বাইরে এখন পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

অন্যদিকে তাজিকিস্তানে এখন পর্যন্ত ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়নি। তার পরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটিতে আজ জুমার নামাজ স্থগিত রাখা হয়েছে। বাড়িতে নামাজ পড়তে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৮৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৯৮ হাজার মানুষ। এর মধ্যে চীনে করোনাভাইরাসে মৃত বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৪২ জনে। এ ছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৫২ জনে পৌঁছেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password