আরও ৯ জনের মৃত্যু দিল্লি সহিংসতায়

আরও ৯ জনের মৃত্যু দিল্লি সহিংসতায়
MostPlay

দিল্লি সহিংসতায় গুরুতর আহত আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৩ জনে। সহিংসতায় উস্কানিদাতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি শুক্রবার দিল্লি হাইকোর্টে শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।এরমধ্যেই, উগ্র হিন্দুত্ববাদীদের মোকাবিলা করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

দিল্লি সহিংসতার নতুন একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, উত্তর পূর্ব দিল্লির একটি ছাদ থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য কোরে গুলি চালায় এক ব্যক্তি। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি দিল্লি পুলিশ।এদিকে, দিল্লিতে সাম্প্রতিক মুসলিমবিরোধী সহিংসতার নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। বলেন, ভারতে সহিংসতায় গোটা মুসলিম বিশ্ব আহত হয়েছে। হত্যাকাণ্ড বন্ধে ভারত সরকারকে উগ্র হিন্দুত্ববাদীদের দমন করারও আহ্বান জানান তিনি।

এরমধ্যেই, বিতর্কিত নাগরিকত্ব আইন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, একটি দেশের সরকার প্রধান কখনো অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে এ ধরণের কথা বলতে পারেন না।রাভিশ কুমার বলেন, তিনি যা বলেছেন তা ঠিক নয়। নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই এমন বক্তব্য দিয়েছেন তিনি। এ ধরণের মন্তব্য আমরা কখনো কারও কাছে প্রত্যাশা করি না।

এদিকে, বৃহস্পতিবার দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তারা সবাই দিল্লি সহিংসতায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এখনো অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

মন্তব্যসমূহ (০)


Lost Password