এ বছরের স্কুলের বার্ষিক পরীক্ষা হবেনা

এ বছরের স্কুলের বার্ষিক পরীক্ষা হবেনা
MostPlay

এ বছরের স্কুলের বার্ষিক পরীক্ষা হবেনা, ম্যধ্যমিকের শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য স্কুল শিক্ষার্থীদের ৩০ দিনের সিলেবাস দিতে যাচ্ছে সরকার। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. দিপুমণি এ কথা জানান। তিনি জানান, এরইমধ্যে জাতীয় পাঠ্য পুস্তক বোর্ড এই কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলেও জানান তিনি।

অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করেই পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেয়া হবে। শিক্ষামন্ত্রী আরো জানান,
এই সিলেবাসটি সব প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হবে। সেই সিলেবাসের ওপর প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেয়া হবে। প্রতি সপ্তাহে দেয়া অ্যাসাইনমেন্ট ৭ দিনের মধ্যে শিক্ষার্থীরা স্কুলে জমা দেবে।

চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে। যদিও এ মুহূর্তে অনলাইন ও টেলিভিশনে ক্লাস নেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে এ বছরে সব ধরনের বোর্ড পরীক্ষা বাতিল করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password