কটিয়াদিতে ৫০০ বছরের ঐতিহ্যবাহী গোপীনাথ মন্দিরে চুরি

কটিয়াদিতে ৫০০ বছরের ঐতিহ্যবাহী  গোপীনাথ মন্দিরে চুরি
MostPlay

Theft at the 500-year-old Gopinath temple in Katiadi

কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতালের ৫শ বছরের ঐতিহ্যবাহী ঈশাখাঁ ও রাজা নবরঙ্গ রায়ের স্মৃতি বিজরিত গোপীনাথ মন্দিরে বৃহস্পত্তিবার রাতে এক দু:সাহসিক চুরি সংঘটিত হয়। মন্দির সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে এক ফুট উচ্চ ১টি ও ছ্টো ১ টি পিতলের শ্রী গোপাল মুর্তিসহ স্বর্নের ১টি চুড়া, ১টি চেইন, ১টি বাশিঁ নিয়ে যায়, যার ওজন প্রায় দেড় ভরি। তাছাড়া গোপীনাথ মূর্তির একটি রূপার বাশিঁও চুরি গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলা সহ আশেপাশের জেলার হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত বিশ্বাসের এই মন্দির। অথচ সেই মন্দিরে হানা দিল দুষ্কৃতীরা। মন্দিরে চুরির ঘটনায় হ্মুদ্ধ এলাকার সাধারণ মানুষ।

এ ব্যাপারে মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা শুক্রবার (০৫ মার্চ) কটিয়াদী মডেল থানায় একটি এজাহার দাখিল করেছে। কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেন জানায় আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের অভিযান চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password