সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র শোক

সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র শোক
MostPlay

দেশের বিশিষ্ট নাগরিক, খ্যাতিমান কলাম লেখক, গবেষক, প্রাবন্ধিক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)।

আজ ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার রাতে এক শোকবার্তায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “আজ সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সৈয়দ আবুল মকসুদ। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হল। একটি সুখী-সমৃদ্ধি বাংলাদেশ বিনির্মাণে তিনি আজীবন কাজ করে গেছেন। সাধারণ মানুষের অধিকার আদায়ে সামজিক আন্দোলন ব্যাপক ভূমিকা রেখেছেন। কর্মজীনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি দেশের স্বার্থে নিবিদিত থেকেছেন।”

ডা: এম. এ. সামাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পক্ষ থেকে সৈয়দ আবুল মকসুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password