কাপড়ের রঙ দিয়ে বানানো হতো মিষ্টি

কাপড়ের রঙ দিয়ে বানানো হতো মিষ্টি
MostPlay

কুমিল্লায় কাপড়ের রঙ দিয়ে মিষ্টি প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে ওই কারখানার মালিক পক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপ‌জেলার দিদার মা‌র্কেট (বলরামপুর) এলাকায় কোয়া‌লি‌টি সুইটস না‌মের একটি কারখানায় অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কু‌মিল্লা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলা‌ম অভিযানের নেতৃত্ব দেন।

আছাদুল ইসলা‌ম জানান, ওই কারখানায় গিয়ে দেখা যায় হার্ডওয়া‌রের দোকান থে‌কে কেনা ডা‌য়িং কালার (কাপ‌ড়/ দেয়াল রঙ করার কা‌জে ব‌্যবহৃত) দি‌য়ে বিভিন্ন মিষ্টি বানা‌নো হ‌চ্ছে। এ সময় কারখানা‌র ম‌্যা‌নেজার জুয়েল স্বীকার ক‌রেন তারা হার্ডওয়‌া‌রের দোকান থে‌কে কম দা‌মে এ রঙ কি‌নে আনেন। পরে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা এবং দুই কৌটা রঙ ও এক ম‌ণ মি‌ষ্টি জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, কারখানার মালিক সো‌হেল আহ‌মেদ ভ‌বিষ‌্যতে এমন কাজ কর‌বেন না বলে মুচ‌লেকা দিয়েছেন। এছাড়াও অধিদপ্ত‌রের নিয়‌মিত তদার‌কি কার্যক্রমের অংশ হি‌সে‌বে আরও চার‌টি প্রতিষ্ঠান‌কে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

মন্তব্যসমূহ (০)


Lost Password