খোলা বাজারে পণ্য বিক্রি শুরু

খোলা বাজারে পণ্য বিক্রি শুরু
MostPlay

করোনা ও রমজান কে লক্ষ্য করে  ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবি। ঢাকায় ৪০টি এবং দেশের অন্যান্য জেলায় ২৩৫টি ট্রাকে চারটি পণ্য বিক্রি করছে এ সংস্থা। বুধবার (৭ই এপ্রিল) থেকে সারাদেশে ২৭৫ টি ট্রাকে চারটি পণ্য বিক্রি করছে সংস্থাটি।

প্রতি কেজি চিনি ও মশুর ডাল বিক্রি হচ্ছে ৫৫টাকা দরে সয়াবিন তেল প্রতি লিটার ১০০টাকা এবং ছোলা ৫৫ টাকা কেজি ও খেজুর ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খানিকটা বিড়ম্বনা হলেও কম দামে ভালো মানের পণ্য পাওয়ায় খুশি ক্রেতারা।

প্রতি ট্রাকে ৫০০-৭০০ কেজি চিনি, ৪০০-৬০০ কেজি মশুর ডাল, পেঁয়াজ ২০০-৪০০ কেজি ও ২০০-৪০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ থাকছে। বিক্রেতারা বলছেন, ন্যায্য দামের কারণে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে টিসিবির পণ্যে; বাড়ছে বিক্রিও।

মন্তব্যসমূহ (০)


Lost Password