ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র প্রতিযোগিতায় “রিকশা গার্ল”

ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র প্রতিযোগিতায় “রিকশা গার্ল”
MostPlay

আয়নাবাজি খ্যাত পরিচালক অমিতাভ রেজার দ্বিতীয় ছবি “রিকশা গার্ল”। ইংরেজি ভাষায় নির্মিত এই ছবিটি এখন পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। মুক্তি পাওয়ার আগেই এই ছবি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আগামী ২২ জুলাই থেকে ‍১ অগাস্ট পর্যন্ত ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে অমিতাভ রেজার “রিকশা গার্ল” ছবিটি প্রদর্শনের সঙ্গে প্রতিযোগিতায়ও অংশ নেবে।

এর আগে নির্মাতা অমিতাভ রেজা এই ছবির প্রযোজক এরিক জে অ্যাডামসকে উদ্ধৃত করে ফেসবুকে লিখেন, “ছবিটি ডারবান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা ও প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। তাদের এই স্বীকৃতির মাধ্যমে ছবিটি অস্কারে জমা দেওয়ার জন্য কোয়ালিফায়েড হলো”।

অমিতাভ রেজার “রিকশা গার্ল”সিনেমায় নাঈমা নামে এক কিশোরীর সংগ্রাম এতে উঠে এসেছে। রিকশার প্যাডেলে জীবনের ঘানি টানার এই গল্প তুলে ধরেছেন নভেরা রহমান। তিনি ছাড়াও অভিনেত্রী চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ আরও অনেকে অভিনয় করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password