জিম্বাবুয়ে বোলারদের বিরুদ্ধে ১৫০ করতে পারেনি পাকিস্তান

জিম্বাবুয়ে বোলারদের বিরুদ্ধে ১৫০ করতে পারেনি পাকিস্তান
MostPlay

দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। বিশেষ করে টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে। তারই ধারবাহিকতা তিনি ধরে রেখেছেন জিম্বাবুয়ে সফরেও।হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি পাকিস্তান এবং জিম্বাবুয়ে। এই ম্যাচে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা।ব্যাট করতে নেমে একা এক মোহাম্মদ রিজওয়ান ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি পাকিস্তানের। যার ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান। এর মধ্যে একাই ৮২ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান।

৬১ বলে খেলে অপরাজিত ছিলেন রিজওয়ান। ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান দানিশ আজিজের ব্যাট থেকে। ১৩ রান করেন ফাখর জামান। অন্যরা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি।জিম্বাবুয়ে বোলারদের মধ্যে লুক জংউ এবং ওয়েসলি মাধভিরে নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন ব্লেসিং মুজরাবানি এবং রিচার্ড এনগারাবা।জবাব দিতে নেমে ভালোই ব্যাট করছে জিম্বাবুইয়ানরা। এ রিপোর্ট লেখার সময় তাদের রান ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬। ২৫ রান নিয়ে ব্যাট করছেন তিনাশে কামুনুকাম্বি। ১৭ বলে ২৯ রান নিয়ে ব্যাট করছেন ক্রেইগ আরভিন।

মন্তব্যসমূহ (০)


Lost Password