প্লাস্টিকের বস্তার ঘরে নাজমা ১০ বছর ধরে

প্লাস্টিকের বস্তার ঘরে নাজমা ১০ বছর ধরে
MostPlay

সময়ের সাথে দেশ এগিয়ে গেলেও মানুষের জীবনমান উন্নত হয়নি অনেক প্রত্যন্ত অঞ্চলে। এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে দেশের অনেক মানুষ। এমনই একজন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা গ্রামের বাসিন্দা নাজমা বেগম।

তিনি ১০ বছর যাবত বসবাস করছেন সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা ঘরে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশন’-এর মাধ্যমে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এসব তথ্য জানা যায়।

তারা জানান, নাজমা বেগমের স্বামী আব্দুল ওহাব রিকশা চালাতেন। বর্তমানে অসুস্থতার জন্য তিন বছর যাবত ঘরে পড়ে আছেন। মানুষের বাড়িতে কাজ করে কোনোরকমে সংসার চালাচ্ছেন তার স্ত্রী নাজমা। তাদের ১৬ ও ১১ বয়সী দুই সন্তান এখনও উপার্জনক্ষম হয়নি। সামর্থ্যের অভাবে তাদের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে নাজমা বেগমের বাড়ি ঘুরে দেখা যায়, তাদের বসবাসের ঘরটি খুবই জরাজীর্ণ অবস্থা। সিমেন্টের বস্তা দিয়ে চারপাশটা বেড়া দেওয়া হয়েছে। স্বামী, দুই সন্তান ও দেবরের বউ মিলে পাঁচজনের বসবাস ছোট্ট এই ঘরে। সামর্থ্যের অভাবে কিছুই করতে পারছেন না। সেজন্য তার ঘরটি করে দেওয়ার জন্য আকুতি জানিয়েছেন তিনি।

নাজমা বেগমের ঘরটি তৈরী করতে প্রায় ৪০ হাজার টাকা প্রয়োজন। ইতোমধ্যে ডু সামথিং ফাউন্ডেশনের মাধ্যমে ১৫ হাজার টাকা জোগাড় হয়েছে। বাকি ২৫ হাজার টাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিত্তবান মানুষের সহযোগিতা প্রত্যাশা করছেন তারা। 

নাজমা বেগম বলেন, ‘ঠিকমত খাইতে পাই না, ঘর তুলমু কেমনে? একটা ঘর অইলে ভালো হয়।’ 

সহযোগিতার হাত বাড়াতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে- ০১৬৪৮৭৮৬২৮৮

মন্তব্যসমূহ (০)


Lost Password