গাছে আশ্রিত আহত ময়ূরটিকে মারছিল স্থানীয়রা, উদ্ধার করল পুলিশ

গাছে আশ্রিত আহত ময়ূরটিকে মারছিল স্থানীয়রা, উদ্ধার করল পুলিশ
MostPlay

পঞ্চগড়ের বোদা উপজেলায় আহত অবস্থায় স্থানীয়দের কাছ থেকে একটি ময়ূর উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পাখিটি বাংলাদেশে এসেছে।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শিকারপুর এলাকা থেকে পাখিটিকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন বিকেলে শিকারপুর এলাকার একটি গাছে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন তরুণ ময়ূরটিকে আঘাত করে। এতে পাখিটি নিচে পড়ে যায়। পরে তারা সেটিকে মিজানুর রহমান নামে এক ব্যক্তির কাছে রেখে দেয়। খবর পেয়ে বোদা থানা পুলিশ পাখিটিকে উদ্ধার করে।

ভারত থেকে পাখিটি আসতে পারে বলে স্থানীয়দের ধারণা।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ময়ূরটিকে আটকের খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই। আহত অবস্থায় পাখিটিকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে পাখিটি হস্তান্তর করা হয়।

পঞ্চগড় বন বিভাগের রেঞ্জ অফিসার মধুসূদন বর্মণ বলেন, পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড়ে নেয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password