মান্দায় ঈদ উপলক্ষে নাপিতের দোকানে শেষ মুহূর্তে উপচে পড়া ভিড়

মান্দায় ঈদ উপলক্ষে নাপিতের দোকানে শেষ মুহূর্তে উপচে পড়া ভিড়
MostPlay

নওগাঁর মান্দায় করোনা ঝুঁকি নিয়ে চলছে নাপিতের দোকানে চুল দাড়ি কাটা। ঈদের শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন বাজারের দোকান গুলো। তবে প্রতিটি দোকানেই দেখা গেছে যে, সবাই মাস্ক ব্যবহার না করলেও স্যানিটাইজার ব্যবহার করছে।

ধান কাটা প্রায় শেষ হওয়ায় করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই সকলে ঈদের অানন্দ অারো একগুন বাড়ানোর জন্য এবং নিজেকে স্মার্ট দেখানোর জন্য চুল দাড়ি কাটার জন্যই ভিড় জমাচ্ছে নাপিতের দোকান গুলোতে।

আবার স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা রয়েছে দোকানদার ও ক্রেতাদের মধ্যে। করোনা ভাইরাসকে গুরুত্ব না দিয়ে শিশুদের নিয়ে আসছেন অনেকে।

এ উপজেলার ভারশোঁ বাজার, চৌবাড়িয়া, দেলুয়াবাড়ি, সতিহাট, সাবাই হাট বাজার ও প্রসাদপুর বাজারসহ বিভিন্ন এলাকার ঘুরে দেখা যায়, শুধু চুল দাড়ি কাটা নয়, এ ঈদে কাপুড়ের দোকানগুলোতেও ক্রেতাদের উপচেপড়া ভিড় । গাদাগাদি করে চলছে বেচাবিক্রি। আগত ক্রেতাদের বেশি ভাগ এসেছেন ঈদে কেনাকাটা করার জন্য।

করোনা সংক্রমণ বৃদ্ধি ও চলমান লকডাউনের কারণে আগের মতো ঈদ বাণিজ্য করতে পারছে না ব্যবসায়ীরা। গতবছরও করোনার কারণে ঈদ বাণিজ্যে ধস নেমেছিল। তবে এবার আগে মার্কেট চালু হওয়ার সুবাধে ধস নয়, কিছুটা বিপর্যয় থেকে রক্ষা পাবেন ব্যবসায়ীরা।

তবে ব্যবসায়ীরা আশাবাদী দোকান-পাট খোলা রাখতে পারলে ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে। জানা গেছে, ঈদকে সামনে রেখে এবার বিক্রেতারা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এ কারণে পাইকারি বাজার থেকে পোশাক সংগ্রহের কাজটি তারা রোজার আগেই করেছেন। তবে মার্কেটে গুলোতে নতুন পোশাকসহ কোন পণ্যের কোন সঙ্কট নেই।

মন্তব্যসমূহ (০)


Lost Password