আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
MostPlay

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আগামীকাল রোববার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

তবে ভারত-বাংলাদেশ দু-দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও এপথে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।শনিবার আখাউড়া স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া বিডিটাইপকে জানান, রোববার একুশে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস।

 তাই সেদিন সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।সোমবার সকাল থেকে মাছ রফতানির মধ্যদিয়ে সব ধরনের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হবে।আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password