বিএনপির সমাবেশে পুলিশের নগ্ন হামলার নিন্দা

বিএনপির সমাবেশে পুলিশের নগ্ন হামলার নিন্দা
MostPlay

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির সমাবেশের শেষ পর্যায়ে দলের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পক্ষ থেকে সাংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ঢাবি ছাত্রদলের আহ্বায়ক মাে. রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব মাে. আমান উল্লাহ আমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব ছিনতাই চেষ্টার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক আয়ােজিত শনিবারের বিক্ষোভ সমাবেশে পুলিশের নগ্ন হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হােসেন, ওয়ালিউর রহমান জনি, সাফি ইসলাম, শরিফ প্রধান শরীফ, মাহমুদুল হাসান রনি, মাসুদুর রহমান মাসুদ, আরিফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম সদস্য রােমান পাঠান, আসাদুজ্জামান রিংকু, নাহিদুজ্জামান শিপন এবং শহীদুল্লাহ হল ছাত্রদলের সভাপতি মাহবুবুল আলম শাহীন, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সিনিয়র সহসভাপতি বােরহান উদ্দীন খান সৈকত গুরুতর আহত হয়েছেন।

তারা আরও বলেন, ঢাবি ছাত্রদলের সদস্য রােমান পাঠানকে পুলিশ বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করেছে এবং নাহিদুজ্জামান শিপনের ডান পায়ে গুরুতর জখম হয়েছে, আসাদুজ্জামান রিংকুকে ব্যাপক মারধর করেছে পুলিশ। উভয়েই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া বাকি সব নেতারা ইসলামী ব্যাংক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, বর্তমান ‘মাফিয়া’ সরকার বাংলাদেশের মানুষের সব প্রকার গণতান্ত্রিক অধিকার হরণ করে অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে এখন উন্মাদ হয়ে গেছে। তাই তারা এরকম একটি ন্যায্য অধিকার আদায়ের কর্মসূচিতে নগ্ন হামলা করল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই নগ্ন হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password