বঙ্গবন্ধু চিরস্মরণীয় হয়ে থাকবে আফগানদের কাছে

বঙ্গবন্ধু চিরস্মরণীয় হয়ে থাকবে আফগানদের কাছে
MostPlay

আফগানিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত ড. আব্দুল কাইয়ুম মালিকজাদ বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আফগানিস্তানের জনগণের জন্য যে খাদ্য সহায়তা প্রদান করেছিলেন তা আফগান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, শিগগিরই এই দেশ দক্ষিণ এশিয়ার সংযুক্ততার কেন্দ্রস্থলে পরিণত হবে।

মানবাধিকার সংস্থা ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের’ মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এসব কথা বলেন আফগানিস্তানের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার সকালে সংগঠনের রাজধানীর বনানীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাতের আয়োজন করা হয়। 

সাক্ষাত্কালে রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ এশিয়ার মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণের লক্ষ্যে সার্ক মানবাধিকারের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। গণতন্ত্র, আইনের শাসন ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ায় একযোগে কাজ করতে হবে।দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রদূতকে সহযোগিতা ও বাংলাদেশ-আফগানিস্তান চেম্বার অব কমার্স গঠনের উদ্যোগ গ্রহণের জন্য সার্ক মহাসচিব অধ্যাপক আবেদ আলীকে ধন্যবাদ জানান  ড. আব্দুল কাইয়ুম। 

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ড. কাফীলুদ্দীন সরকার সালেহী, সমাজসেবক ডা. মাসুদ হাসান, জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মুফতী মুহাম্মদ মাসউদ রিজভী, ঢাকা মহানগর শাখার যুগ্ম সম্পাদক মিয়াজী পাপন, মিডিয়া উইংয়ের সদস্য মোহাম্মদ আল-আমিন প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password