দ্বিতীয় চালানে টিকা আসছে ৫০ লাখ: স্বাস্থ্য সচিব

দ্বিতীয় চালানে টিকা আসছে ৫০ লাখ: স্বাস্থ্য সচিব
MostPlay

চলতি মাসের শেষে বা মার্চের প্রথম সপ্তাহে করোনা টিকার দ্বিতীয় চালান আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। এ দফায় ৫০ লাখ ডোজ টিকা আসবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে তিনি এ কথা জানান।

গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। এ পর্যন্ত ১৩ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। প্রথম দফায় আসা ৭০ লাখ টিকা দিয়ে চলছে এই কর্মসূচি।

স্বাস্থ্য সচিব বলেন, যারা প্রথম ডোজ নিয়েছেন তারা আবার আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেবেন। টিকা নেয়ার বয়স এখন আর কমানো হবে না।

পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে করতে চান জানিয়ে সচিব বলেন, সব কিছু সুশৃঙ্খলভাবে করতে চাই। অনেক কেন্দ্রে বুথ বাড়িয়ে দেয়া হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password